22)Madhyamik Life Science Question and Answer, বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ (তৃতীয় অধ্যায়)|

Madhyamik Life Science Question and Answer, মাধ্যমিক জীবন বিজ্ঞান – বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ (তৃতীয় অধ্যায়) প্রশ্ন ও উত্তর :-
1) বংশগতির জনক বলা হয়–
(A) ডারউইনকে
(B) ল্যামার্ককে
(C) মেন্ডেলকে
(D) দ্য ভ্রিসকে
Ans: (C) মেন্ডেলকে
2) দু’টি সংকর লম্বা মটর গাছের মধ্যে সংকরায়ণের ফলে উৎপন্ন সংকর লম্বা মটর গাছ পাওয়া যাবে—
(A) 25 %
(B) 50 %
(C) 75 %
(D) 100 % .
Ans: (B) 50 %
3) নীচের কোনটি অটোজোম জিনঘটিত রোগ ?
(A) বর্ণান্ধতা
(B) হিমোফিলিয়া
(C) থ্যালাসেমিয়া
(D) সবক’টি
Ans: (C) থ্যালাসেমিয়া
4) নীচের কোনটি প্রকট গুণ তা শনাক্ত করো –
(A) কান্ডের দৈঘ্য বেঁটে
(B) বীজের আকার – কুঞিত
(C) বীজপত্রের বর্ণ – হলুদ
(D) ফুলের বর্ণ – সাদা ।
Ans: (C) বীজপত্রের বর্ণ – হলুদ
5) RRYY জিনোটাইপযুক্ত মটরগাছ থেকে কত ধরনের গ্যামেট উৎপন্ন হয় তা নির্ধারণ করো
(A) এক ধরনের
(B) চার ধরনের
(C) দুই ধরনের
(D) তিন ধরনের ।
Ans: (A) এক ধরনের
6) নীচের কোন দুটি জিনোটাইপ মটর গাছের কুঞ্চিত হলুদ ফিনোটাইপের জন্য দায়ী তা বাছাই করো
(A) RRYY ও rryy
(B) RRYys RrYy
(C) RRyys Rryy
(D) rrYY ও rrYy ।
Ans: (D) rrYY ও rrYy ।
7) একই জিনের বিভিন্ন রূপভেদকে বলে—
(A) জিনোটাইপ
(B) ফিনোটাইপ
(C) লোকাস
(D) অ্যালিল
Ans: (D) অ্যালিল
8) একজন স্বাভাবিক পুরুষ ও একজন বর্ণান্ধতাবাহক | মহিলার সন্তানরা কীরূপ হবে ?
(A) সব পুত্র বর্ণান্ধ
(B) অর্ধেক পুত্র বর্ণান্ধ
(C) সব কন্যাই বাহক
(D) সব পুত্র বাহক
Ans: (B) অর্ধেক পুত্র বর্ণান্ধ
9) বর্ণান্ধ মানুষ যে রং পৃথক করতে পারে না সেটি হলো—
(A) লাল – নীল
(B) লাল – হলুদ
(C) সাদা – হলুদ
(D) লাল – সবুজ
Ans: (D) লাল – সবুজ
10) মেন্ডেল তাঁর পরীক্ষার জন্য মটর গাছের কতগুলি চারিত্রিক বৈশিষ্ট্য ব্যবহার করেন ?
(A) 3 জোড়া
(B) 5 জোড়া
(C) 7 জোড়া
(D) 9 জোড়া
Ans: (C) 7 জোড়া
11) একটি সংকর দীর্ঘ ( Tt ) এবং একটি বিশুদ্ধ খর্ব ( lt ) মটর গাছের পরাগমিলনে উৎপন্ন গাছগুলি হলো—
(A) সবই দীর্ঘ
(B) সবই খর্ব
(C) 50 % দীর্ঘ ও 50 % খর্ব
(D) 75 % দীর্ঘ ও 25 % খর্ব
Ans: (C) 50 % দীর্ঘ ও 50 % খর্ব
12) মানুষের মুক্ত কানের লতি হলো একপ্রকার—
(A) প্রকট বৈশিষ্ট্য
(B) প্রচ্ছন্ন বৈশিষ্ট্য
(C) সংকর বৈশিষ্ট্য
(D) কোনোটিই নয়
Ans: (A) প্রকট বৈশিষ্ট্য
13) রোলার জিভ যে অবস্থায় প্রকাশিত হয় তা হলো—
(A) হোমোজাইগাস
(B) হেটারোজাইগাস
(C) হোমোজাইগাস ও হেটারোজাইগাস
(D) কোনোটিই নয়
Ans: (C) হোমোজাইগাস ও হেটারোজাইগাস
14) সন্ধ্যামালতী উদ্ভিদে কী ধরনের বংশগতি দেখা যায় ?
(A) মেন্ডেলিয়ান বংশগতি
(B) সহ – প্রকটতা
(C) বহুজিন অ্যালিলতা
(D) অসম্পূর্ণ প্রকটতা
Ans: (D) অসম্পূর্ণ প্রকটতা
15) মানুষের জননকোশে ক্রোমোজোমের সংখ্যা—
(A) 23
(B) 23 জোড়া
(C) 22
(D) 22 জোড়া
Ans: (B) 23 জোড়া