21)Madhyamik Life Science Question and Answer. মাধ্যমিক জীবন বিজ্ঞান – জীবনের প্রবমানতা (দ্বিতীয় অধ্যায়) প্রশ্ন ও উত্তর|
Madhyamik Life Science Question and Answer. MCQ প্রশ্নোত্তর | মাধ্যমিক জীবন বিজ্ঞান – জীবনের প্রবমানতা (দ্বিতীয় অধ্যায়) প্রশ্ন ও উত্তর|
1) অ্যামাইটোসিস কোশ বিভাজনের সঠিক বৈশিষ্ট্যটি শনাক্ত করো
(A) যৌন জননকারী জীবের জনন মাতৃকোশে ঘটে
(B) এটিকে পরোক্ষ বিভাজন বলা হয় ।
(C) ক্রোমোজোম ও বেমতত্ত্ব গঠিত হয় না
(D) ক্রোমোজোম ও বেমতত্ত্ব গঠিত হয় না ।
Ans: (D) ক্রোমোজোম ও বেমতত্ত্ব গঠিত হয় না ।
2) মিয়োসিসের তাৎপর্য সংক্রান্ত নীচের কোন বক্তব্যটি সঠিক তা সঠিকভাবে নিরূপণ করো –
(A) দেহের সার্বিক বৃদ্ধি ও পরিস্ফুটন ঘটায়
(B) জীবের জনন অঙ্গের ও ভ্রুণের বৃদ্ধি ঘটায়
(C) বংশগত প্রকরণবাহী হ্যাপ্লয়েড গ্যামেট উৎপাদন করে
(D) কোনো কোনো প্রাণীর দেহে কোনো অঙ্গহানি ঘটলে সেটি পুনরুৎপাদন করে ।
Ans: (C) বংশগত প্রকরণবাহী হ্যাপ্লয়েড গ্যামেট উৎপাদন করে
3) সঠিক জোড়টি নির্বাচন করো এবং লেখো
(A) বহুবিভাজন- হাইড্রা
(B) খন্ডীভবন স্পাইরোগাইরা
(C) পুনরুৎপাদন ফার্ন
(D) কোরকোগম প্ল্যানেরিয়া ।
Ans: (B) খন্ডীভবন স্পাইরোগাইরা
4) নীচের কোন উদ্ভিদ অধবায়ব কাণ্ডের সাহায্যে জনন সম্পন্ন করে ?
(A) কচুরিপানা
(B) আদা
(C) পাথরকুচি
(D) জবা
Ans: (A) কচুরিপানা
5) সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুসারে ক্রোমোজোম প্রধানত
(A) দুই প্রকার
(B) তিন প্রকার
(C) চার প্রকার
(D) কোনো প্রকারভেদ নেই ।
Ans: (C) চার প্রকার
6) মানবদেহে বৃদ্ধির 12 থেকে 20 বছর বয়স পর্যন্ত দশাকে বলা হয় –
(A) শৈশব দশা
(B) বয়ঃসন্ধি দশা
(C) পরিণত দশা
(D) বার্ধক্য দশা ৷
Ans: (B) বয়ঃসন্ধি দশা
7) যৌন জননের একক হলো—
(A) রেণু
(B) গ্যামেট
(C) শুক্রাশয়
(D) ডিম্বাশয়
Ans: (B) গ্যামেট
8) নীচের কোন প্রাণীর কোরকোগম দেখা যায় ?
(A) হাইড্রা
(B) অ্যামিবা
(C) চ্যাপ্টা কৃমি
(D) প্যারামেসিয়াম
Ans: (A) হাইড্রা
9) প্রতিটি ক্রোমোজোমে ক্রোমাটিডের সংখ্যা হলো—
(A) 2
(B) 4
(C) 6
(D) 8
Ans: (A) 2
10) DNA- এর গঠনগত একক হলো—
(A) নিউক্লিওসাইড
(B) নিউক্লিওটাইড
(C) নিউক্লিওলাস
(D) কোনোটিই নয়
Ans: (B) নিউক্লিওটাইড
11) কোশ বিভাজনের যে দশায় নিউক্লিয় পর্দা বিলুপ্ত হয় সেটি হলো–
(A) প্রোফেজ
(B) মেটাফেজ
(C) অ্যানাফেজ
(D) টেলোফেজ
Ans: (A) প্রোফেজ
13) প্লাজমোডিয়ামের জনন পদ্ধতি হলো
(A) দ্বিবিভাজন
(B) বহুবিভাজন
(C) কোরকোগম
(D) খণ্ডীভবন
Ans: (B) বহুবিভাজন