20) West Bengal Madhyamik Class 10th Life Science. জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় (প্রথম অধ্যায়) – মাধ্যমিক দশম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর|

Madhyamik Life Science Suggestion 2022. Madhyamik Life Science Question and Answer. জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় (প্রথম অধ্যায়) – মাধ্যমিক দশম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর-
1) সুন্দরী গাছের শ্বাসমূলের চলন হলো একপ্রকার-- অনুকুল আলোকবর্তী
- অনুকুল অভিকর্ষবর্তী
- প্রতিকূল অভিকর্ষবর্তী
- তির্যক অভিকর্ষবর্তী
Ans: (C) প্রতিকূল অভিকর্ষবর্তী
2)ট্রপিক চলন সম্পর্কিত নীচের কোন বক্তব্যটি সঠিক তা নির্বাচন করো -
- এটি উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত
- উদ্ভিদ বা উদ্ভিদ অঙ্গের সামগ্রিক স্থান পরিবর্তন হয়
- ভলভক্স নামক শ্যাওলায় এই চলন দেখা যায়
- এটি উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত আবিষ্ট বক্ৰচলন ।
Ans: (D) এটি উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত আবিষ্ট বক্ৰচলন ।
3)অক্সিন হরমোনের রাসায়নিক উপাদান হলো—
- কার্বন , হাইড্রোজেন , অক্সিজেন
- কার্বন , হাইড্রোজেন , অক্সিজেন ও নাইট্রোজেন
- কার্বন ও হাইড্রোজেন
- কার্বন , হাইড্রোজেন , নাইট্রোজেন ।
Ans: (B) কার্বন , হাইড্রোজেন , অক্সিজেন ও নাইট্রোজেন
4)বল ও সকেট সন্ধি দেখা যায়–
- কব্জিতে
- কনুইতে
- স্কন্ধের সন্ধিতে
- হাঁটুতে
Ans: (C) স্কন্ধের সন্ধিতে
5) পিটুইটারি গ্রন্থি থেকে ক্ষরিত হরমোন হলো-
- ACTH
- থাইরক্সিন
- ইনসুলিন
- ইস্ট্রোজেন ।
Ans: (A) ACTH
6) নীচের বাক্যগুলি পড়ো এবং যে বাক্যটি সঠিক নয় সেটিকে চিহ্নিত করো –
- FSH , LH ও প্রোল্যাকটিন হলো বিভিন্ন ধরনের GTH
- অ্যাড্রিনালিন হার্দ উৎপাদন কমায়
- ইনসুলিন কোশপর্দার মাধ্যমে কোশের ভিতরে গ্লুকোজের শোষণে সাহায্য করে
- প্রোজেস্টেরন স্ত্রীদেহে প্লাসেন্টা গঠনে সাহায্য করে
Ans: (B) অ্যাড্রিনালিন হার্দ উৎপাদন কমায়
7) ন্যাস্টিক চলন সম্পর্কিত নীচের কোন বক্তব্যটি সঠিক-
- এটি উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত আবিষ্ট বক্র চলন
- এতে উদ্ভিদ বা উদ্ভিদঅঙ্গের সামগ্রিক স্থান পরিবর্তন হয় ।
- এটি উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত চলন
- এটি ক্ল্যামাইডোমোনাস নামক শৈবালে দেখা যায় ।
Ans: (C) এটি উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত চলন
8) মানবদেহে করোটি স্নায়ুর সংখ্যা সঠিকভাবে নিরূপণ করো-
- ১০ জোড়া
- ৩১ জোড়া
- ১২ জোড়া
- ২১ জোড়া
Ans: (C) ১২ জোড়া
9) মানবদেহে সুষুম্না স্নায়ুর সংখ্যা হলো-
- ১১ জোড়া
- ২১ জোড়া
- ১০ জোড়া
- ৩১ জোড়া
Ans: (D) ৩১ জোড়া
10) মানুষের মস্তিষ্কে স্নায়ুকোশের সংখ্যা প্রায-
- ১০ শত কোটি
- ২০ শত কোটি
- ৪০ শত কোটি
- ৫০ শত কোটি
Ans: (A) ১০ শত কোটি
11)স্নায়ুতন্ত্রের গঠনগত ও কার্যগত একককে বলে—
- নিউরোন
- নেফ্রন
- নিউরোগ্লিয়া
- মস্তিষ্ক
Ans: (A) নিউরোন
12)সিলিয়ারি গমন দেখা যায় নিম্নলিখিত কোন প্রাণীর মধ্যে তা সঠিক ভাবে নিরূপণ করো-
- অ্যামিবা
- প্যারামেসিয়াম
- ইউমিনা
- মাছ
Ans: (B) প্যারামেসিয়াম
13)গমনের সময় মানবদেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে-
- গুরুমস্তিষ্ক
- লঘুমস্তিষ্ক
- পনস
- থ্যালামাস
Ans: (B) লঘুমস্তিষ্ক
14)ফ্ল্যাজেলা কোন প্রাণীর গমন অঙ্গ ?
- ইউক্লিনার
- অ্যামিবার
- প্যারামেসিয়ামের
- মাছের
Ans: (A) ইউক্লিনার
15)বীজের সুপ্তাবস্থা ভাঙতে সাহায্য করে—
- অক্সিন
- জিব্বেরেলিন
- সাইটোকাইনিন
- ইথিলিন
Ans: (B) জিব্বেরেলিন
16)দু’টি নিউরোনের সংযোগস্থলকে বলে—
- সাইন্যাপসিস
- সাইন্যাপটিক নব
- সাইন্যাস
- অ্যাক্সন হিলক
Ans: (C) সাইন্যাস
17)মস্তিষ্কের আবরণকে বলে–
- মেনিনজেস
- প্লুরা
- পেরিকার্ডিয়াম
- পেরিটোনিয়াম
Ans: (A) মেনিনজেস
18)নিউরোনের দীর্ঘ প্রবর্ধকের নাম হলো-
- ডেনড্রন
- অ্যাক্সন
- ডেনড্রাইট
- অ্যাক্সেলিমা
Ans: (B) অ্যাক্সন
19)মানুষের অক্ষিগোলকের যে স্তরটি আলোকসুবেদী সেটি হলো–
- কোরয়েড
- স্ক্লেরা
- রেটিনা
- কর্নিয়া
Ans: (C) রেটিনা
20)ডিম্বাশয় নিঃসৃত হরমোনটি হলো–
- ইনসুলিন
- ইস্ট্রোজেন
- থাইরক্সিন
- অ্যাড্রিনালিন
Ans: (B) ইস্ট্রোজেন
21)আইলেট্স অব ল্যাঙ্গারহ্যান্স থাকে-
- মস্তিস্কে
- থাইরয়েড গ্রন্থিতে
- অগ্ন্যাশয়ে
- শুক্রাশয়ে
Ans: (C) অগ্ন্যাশয়ে
Comments
Lipika dey (Anonymous, lip****@gmail.com)
Very good job. Full appreciation from me✨
2022-08-08sujit sarkar (admin)
Thanks a lot.
2022-08-09×
Bhaskar Ghosh (Anonymous, bha****@gmail.com)
It's good
2022-08-08sujit sarkar (admin)
Thanks
2022-08-09×